1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ!

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! পরীক্ষার্থীদের ভালো ফলাফলে উদ্বুদ্ধ করতে এমন ঘোষণা দিয়েছেন রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজি মোশারফ হোসেন। শুধু ঘোষণাই নয়, গেল এসএসসি পরীক্ষার আগে একই ঘোষণা দিয়ে তিনি বাস্তবায়নও করেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম রামচন্দ্রকুড়ায় অবস্থিত রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘোষণা ও বাস্তবায়ন করেন তিনি।

১৯৮৯ সালে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠা করা হয় রামচন্দ্রকুড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়েছে। বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে স্থানীয় বাসিন্দা ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এশা প্লাস্টিক প্রোডাক্টস এর সত্ত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেনকে এ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বানানো হয়েছে কয়েক দফায়। ফলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করতে গেল বছর জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দেন হাজি মোশারফ। কথা অনুযায়ী সোমবার আফরিন জাহান পুস্প নামে জিপিএ-৫ ধারী এক শিক্ষার্থীর অভিভাবকের হাতে তুলেও দেন ল্যাপটপ। তবে এ ফলাফলেও সন্তুষ্ট নন হাজি মোশারফ। জিপিএ-৫ এর সংখ্যা আরও বৃদ্ধি করতে এবারও ল্যাপটপ উপহারের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা আরও ভালোভাবে করাতে নির্দেশ দেন শিক্ষকদেরও। এ বছর এ বিদ্যালয় থেকে ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ওমর ফারুক সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হাজি মোশারফ ছাড়াও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা, নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলেয়ারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!