1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বিদ্যালয়ের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফুলহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে স্কুল কর্তৃপক্ষকে ম্যানেজ করে ব্যক্তিগত বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বিষটির প্রতিকার চেয়ে জমি দাতা মৃত ঈশ্বর চন্দ্র চৌকিদারের নাতি মুক্তার কোচ বাদী হয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তৎকালীণ সময়ে ফুলহারি মৌজার বিআরএস দাগ নং ১৯৫, জমির পরিমাণ ৫৭ শতাংশ এবং একই মৌজার দাগ নং-১৯৫/৬৬১বাট্টা, জমির পরিমাণ ৩ শতাংশ, উভয় খতিয়ান নং ৭৫ সহ মোট ৬০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন ঈশ্বর চন্দ্র চৌকিদার। বর্তমানে এিিট বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা বিভাগের নামে রেকর্ডভুক্ত।

অন্যদিকে বিদ্যালয়ের মাঠের পূর্বাংশে ১৪৫নং খতিয়ানভুক্ত ১৯৬নং দাগের রেকর্ডীয় ৭ শতাংশ জমির মালিক স্বর্বেশ্বর চন্দ্র কোচ।

অভিযোগ ওঠেছে, বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ না করেই বিদ্যালয়ের দক্ষিণ পাশের জমির মালিক মৃত সুরুজ্জামানের দুই ছেলে জহুরুল ইসলাম ও মোশারফ হোসেন কর্তৃপক্ষকে ম্যানেজ করে বিদ্যালয়ের জমির মধ্যে বহুতল ভবন নির্মাণ করছেন।

এ বিষয়ে অভিযোগকারি মুক্তার কোচ জানান, বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের নিষেধ করলেও তারা নিষেধ অমান্য করে অন্যের নামে রেকর্ডীয় ৭ শতাংশ এবং সরকারি রাস্তার জমি দিয়ে বিদ্যালয়ের জমি বলে বুঝানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দাতা পক্ষের উত্তরাধিকার থাকা সত্বেও আমাদের ব্যবস্থাপনা কমিটিতে কোন স্থান দেওয়া হয়নি।
বিদ্যালয়ের জমিতে ব্যক্তিগত ঘর নির্মাণের বিষয়ে জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ জায়গার পরিবর্তে স্বর্বেশ্বর চন্দ্র কোচের নামে থাকা ৭ শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয়কে দেওয়া হবে বলে জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম জানান, বিদ্যালয়ের জমির বিষয়টি জানতাম না। জানার পর ঘর উত্তোলনকারীদের বিরোধ-নিষ্পত্তির আগে কাজ করতে নিষেধ করে দিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন নবী জানান, সরকারী সার্ভেয়ার চেয়ে ইউএনও স্যারের কাছে আবেদন জানিয়েছি। অনুমোদন পেলে বিদ্যালয় ও সরকারি রাস্তার জমি পরিমাপ করা হবে। সরকারী জমিতে ব্যক্তি মালিকানা ঘর উত্তোলণ করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে কাজ বন্ধ রাখতে নিষেধ করেছি। উভয়পক্ষের কাগজপত্রাদি দেখে সরেজমিন তদন্তপূর্বক সরকারি রাস্তা উদ্ধারসহ বিদ্যালয়ের সীমানা নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com