আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাংকক ও প্রদেশগুলো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে। এছাড়া দেশবাসীর চলাফেরায় কড়াকড়িও প্রত্যাহার করা হচ্ছে।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মে থেকে হোটেলগুলো খাবার ও পানীয় বেচতে পারবে। বিমানবন্দর, ট্রেন স্টেশন, বাস স্টেশন, হাসপাতাল, রেস্তোঁরা ও বেভারেজের দোকান খুলবে। মাসব্যাপী বন্ধ থাকার পর খুলছে পানশালাও। তবে মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় বাসায় নিয়ে পান করতে হবে।
জনসমাগম কিংবা প্রতিযোগিতা ছাড়া বিভিন্ন খেলাধুলার মাঠ কিংবা কোর্ট আবার খুলতে পারবে। একই শর্তে মানুষ পার্কে দৌড়াতে, হাঁটতে বা বাইকিং করতে পারবে। তবে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। সিনেমা, চিড়িয়াখানা, ওয়াটার পার্ক, সুইমিং পুল, জিম ও বিউটি ক্লিনিকের মতো ‘সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা’ বন্ধ থাকবে। আগামী ৩১ মে মধ্যরাত পর্যন্ত এই জরুরি ডিক্রির মেয়াদ থাকবে।
থাই স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মাত্র তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ মারা যায়নি। মোট আক্রান্তের সংখ্যা ২৯৬৬ এবং মৃত্যু ৫৪ জনের।