শ্রীবরদী (শেরপুর) : দাড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রলিকে সামনা-সামনি ধাক্কা দিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ট্রলি হেলপার হামিদুল্লাহ নিহত ও ট্রলি চালকসহ ১০ বাসযাত্রী আহত হয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে বাসটির সামনের অংশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মা-মনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ যাচ্ছিল। এসময় বাসটির চালক তার সহকারীকে বাস চালাতে দিয়ে নিজে পেছনের সিটে ঘুমাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৮টার দিকে শ্রীবরদী-শেরপুর সড়কের কুরুয়া পশ্চিমপাড়া এলাকায় এলে বাসটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রলিকে ধাক্কা দিয়ে পাশের বসতবাড়িতে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলি হেলপার হামিদুল্লাহ মারা যায়। আহত হয় ট্রলি চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী। নিহত হামিদুল্লাহ পৌরসভার বড় পোড়াগড় গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। ঘটনার পরপরই বাস চালক কৌশলে পালিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রলিটি জব্দ করে।
থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রলি জব্দ করা হয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।