1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

৪০টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ২ এপিবিএন

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বান্দরবান : দেশের বিভিন্ন জেলায় হারিয়ে যাওয়া ৪০ টি মোবাইল ও ভুলক্রমে মোবাইল ব্যাংকিং, প্রতারণার উদ্ধার হওয়া ৯ লাখ চুরানব্বই হাজার টাকা উদ্ধার পরবর্তী তা মূল মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে ২ আর্মড পুলিশ ব্যটালিয়ন এপিবিএন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের মেঘলা ২ এপিবিএন এর রিয়ার হেডকোয়ার্টারে সাইভার ক্রাইম সেল কর্তৃক হারিয়ে বা চুরি হওয়া মোবাইল ফোন, মোবাইল ব্যাংকিং এর টাকা উদ্ধার পরবর্তী প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ২ আর্মড পুলিশ ব্যটালিয়ের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমেদ খান। এসময় এপিবিএন এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে দেশের বিভিন্ন জেলা হতে আশা সুবিধাভোগী জনসাধারণ।

অনুষ্ঠানে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমেদ খান বলেন, দেশের যেকোন জয়গায় হারানো মোবাইল সংক্রান্ত যে কোন থানায় জিডি হোক না কেনো, তা উদ্ধারে সহায়তা করবে এপিবিএন। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট পুলিশ গঠনে এপিবিএন টিম বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেবা সকলের জন্য উন্মুক্ত।

তিনি আরও বলেন, মুক্তাগাছা, ময়মনসিং এপিবিএন এর হেডকোয়ার্টার এবং রিয়ার হেডকোয়ার্টার সাইবার সেলটি মেঘলা বান্দরবানে রয়েছে। এই দুইটি সেলের অধিনে ৬টি সাইবার টিম কাজ করছে। এই সাইবার টিমগুলোর মাধ্যমে প্রতি মাসেই দেশের বিভিন্ন থানায় মামলা, মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস এর সমস্যাগুলো এপিবিএন এর হেডকোয়ার্টার এর ক্রিমিনাল এনালাইসিস শাখার মাধ্যমে তা উদ্ধারে কাজ করে।

এসময় ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স মেঘলা বান্দরবানের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ মোঃ শওকত আলী, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই মোঃ আব্দুল গণি, ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ, এএসআই মোঃ রবিউল করিম সিকদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com