1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

শ্রীবরদীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত: আটক ৩

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে বিপ্লব হাসান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুল চড়া গ্রামে মঞ্জু মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব পার্শ্ববর্তী বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে চন্দ্রাবাজ রশিদা বেগম হাইস্কুল থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংগ্রহণ করেছিল।

এদিকে এ হত্যাকা-ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- আরিফ (২০), মুখলেছ (৩০) ও মনির (৩৪)।

পুলিশ, পরিবারে সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হাসান দহেরপাড় গ্রামে তার নানা আব্দুল মজিদের বাড়িতে থেকে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে পড়াশোনা করতো। শনিবার রাতে ওয়াজ মাহফিলে গেলে শিমুল চড়া গ্রামের কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ২০-২৫ জনের একটি দল বিপ্লব হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় গুরুতর আহত বিপ্লব দৌড়ে স্থানীয় মঞ্জু মিয়ার বাড়িতে উঠে। পরে বাড়ির লোকজন তাকে রক্ষা করতে গেলে হামলাকারী তাদেরও মারধর করে চলে যায়। পরে স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে বিপ্লব মারা যায়।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠি মঞ্জুরুল হক (১৬) এবং মোহান মিয়া (১৫) জানায়, আমরা ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ২০-২৫ জনের একটি দল আমাদের আক্রমণ করে এবং বিপ্লবকে ছুরিকাঘাত করে। নিহত বিপ্লবের বাবা কাবিল মিয়া হত্যাকা-ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com