1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্য ও তার নাতিসহ ৪টি গরু পুড়ে ছাই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্য, তার সাত বছর বয়সী নাতি এবং চারটি গরুসহ একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। নিহত বৃদ্ধা ফিরোজা বেগম কামারের চর ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য এবং তার নাতি আমান উল্লাহ মন্টুর ছেলে শরিফ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে আমান উল্লাহ মন্টুর বাড়িতে মঙ্গলবার ভোরে অগ্নকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে একটি গোয়ালঘরসহ দুটি বসতঘর ভস্মীভূত হয়। একই সময়ে পুড়ে মারা যায় ঘরে থাকা মন্টুর সাত বছর বয়সী ছেলে শরিফ। গুরুতর আহত হন মন্টুর মা ও সাবেক নারী ইউপি সদস্য ফিরোজা বেগম। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে প্রথমে শেরপুর জেলা সদর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।

অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি গরু পুড়ে মারা যাওয়ার পাশাপাশি সবমিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে এর কারণ জানানো হবে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে উভয়ের লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com