নালিতাবাড়ী (শেরপুর) : যার যার হক্ব তাকেই দেওয়া হবে। গরীবের হক্ব গরীবই পাবে। এ আত্মবিশ^াস নিয়ে একটিবার নির্বাচিত হওয়ার সুযোগ চাইলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ এশা প্লাস্টিক প্রোডাক্টস এর সত্ত্বাধিকারী হাজি মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা ও বাঘবেড় বাজারে গণসংযোগকলে ভোটারদের উদ্দেশ্যে এমন কথা বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ।
এসময় তিনি বলেন, গত নির্বাচনে যারা আমাকে ভোট দিতে পারেননি এ ব্যর্থতা আমারই। আমি আপনাদের আপন করতে পারিনি, কাছে টানতে পারিনি। কিন্তু গত পাঁচটি বছরে আমি চলা শিখেছি। সবসময় সবার সব প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছি। একটিবার আমাকে সুযোগ দেবেন। আমি যদি আমার কথা না রাখি তাহলে আপনারা আমাকে বিদায় করে দিবেন।
এদিন তিনি তার সমর্থকদের নিয়ে প্রথমে সন্নাসীভিটা বাজার ও পরে বাঘবেড় বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন।
হাজি মোশারফ হোসেন গত এক যুগেরও বেশি সময় ধরে নালিতাবাড়ীর প্রতিটি এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক সবধরণের প্রতিষ্ঠান এবং কর্মকা-ে আর্থিক সহযোগিতা করে আসছেন। উপজেলার অসংখ্য মাদরাসা ও এতিমখানায় প্রতিমাসে নিয়মিত চালসহ অর্থ প্রদান করে আসছেন। এছাড়াও চিকিৎসা সহায়তা থেকে শুরু করে অসহায়-দুস্থদের মাঝে সবধরণের সহযোগিতা করে আসছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন স্কুল-মাদরাসা-মসজিদ, ক্বওমী মহিলা মাদরাসা। নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পেলে উৎসাহ দিতে উপহার দেন ল্যাপটপ। সবমিলিয়ে এলাকায় তিনি আগে থেকেই দানবীর হিসেবে পরিচিত।
গেল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকায় একশ্রেণির ভোটার তাকে গ্রহণ না করলেও এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় সবশ্রেণির ভোটারের মাঝে তিনি আলোচনায়। অত্যন্ত মিশুক মনের এ মানুষটি জনপ্রতিনিধি হলে সবধরণের মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে উপকৃত হবে সাধারণ ও দরিদ্র শ্রেণির মানুষ- মেন প্রত্যয় খোদ ভোটারদেরই।