নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করতে মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর খ্যাত আ’লীগ নেতা হাজি মোশারফ হোসেন।
গত প্রায় এক মাস ধরে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও লোকালয়ে ব্যাপক গণসংযোগ ছাড়াও করে চলেছেন উঠান বৈঠক। ফলে ভোটারদের মুখে মুখে এখন হাজি মোশারফের নাম শোনা যাচ্ছে।
গণসংযোগের অংশ হিসেবে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন, জড়িয়ে ধরে সমর্থন চান ভোটারদের। পরে তিনি সর্বস্তরের ভোটারদের নিয়ে উঠান বৈঠকে মিলিত হন।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গত নির্বাচনে তারা প্রার্থী চিনতে ভুল করলেও এবার তারা এ ভুলটি করতে চান না। যিনি সবসময় মানুষের পাশে থাকেন, সবার সাথে প্রাণ খোলে কথা বলেন এমন জনপ্রতিনিধিই তারা এবার নির্বাচিত করতে চান।
বিএনপি মনা অনেকে জানান, গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকায় হাজি মোশারফকে ভোট দিতে গিয়ে বেকায়দায় পড়লেও এবার তারা নির্ধিদ্বায় ভোট দিতে পারবেন। তারা মনে করেন, হাজি মোশারফ আওয়ামী লীগের নেতা হলেও সামাজিক কর্মকাণ্ডে এমনকি সহযোগিতার ক্ষেত্রে তিনি আগে থেকেই নির্দলীয় মনোভাবাপন্ন। যে কোন দল-মতের-পথের মানুষ তার কাছে গিয়ে সহযোগিতা পেয়ে থাকেন। ফলে সবশ্রেণির মানুষের প্রিয় পাত্র হাজি মোশারফ।
অন্যদিকে দলীয় প্রতীক এবং সরাসরি দলের সমর্থন না থাকলেও আভ্যন্তরীণভাবে হাজি মোশারফের প্রতি রয়েছে দলের শীর্ষ পর্যায়ের সমর্থন। ফলে দুই দিকেই তিনি এবার এগিয়ে রয়েছেন।