শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে রেজিস্ট্রি ছাড়াই হুজুর দিয়ে বিয়ে পড়ানো ছয় মাস পর অন্তঃসত্ত্বা হওয়ায় ওই স্ত্রীকে অস্বীকার করার ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। এ অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল (২ মার্চ) শনিবার রাতে উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অভিযুক্ত মোহাম্মদ আলী কুড়িকাহনীয়া গ্রামের হাসমত আলীর ছেলে।
জানা গেছে, কুড়িকাহনীয়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীকে হুজুর দিয়ে বিয়ে পড়িয়ে শারিরিক মেলামেশা করে মোহাম্মদ আলী। পরবর্তীতে বিয়ের জন্য চাপ প্রয়োগ করা হলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে। সম্প্রতি ওই নারীর গর্ভে ২টি জমজ সন্তান হলে জন্মের পর একটি মারা যায়।
ভুক্তভোগী নারী জানান, মোহাম্মদ আলী তাকে হুজুর দিয়ে বিয়ে পড়ানোর পর থেকে প্রায় ছয় মাস শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে তাকে বিয়ে রেজিস্ট্রির কথা বলা হয়। এতে মোহাম্মদ আলী বিয়ের কথা অস্বীকার করে এবং রেজিস্ট্রি করতেও অসম্মতি জানায়। একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে গর্ভস্থ সন্তানের বাবার স্বীকৃতির দাবীতে থানায় মামলা দায়ের করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, বেশ কিছুদিন আসামি পলাতক ছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, সন্তানের স্বীকৃতির জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।