অর্থ ও বাণিজ্য ডেস্ক : জ্বালানি তেলের দাম কমালো সরকার। নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
সে হিসাবে লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আগামী ৮ মার্চ থেকে নতুন এই দাম কার্যকর হবে। আর এই নতুন দর চলতি মাসের জন্য কার্যকর হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে মিল রেখে প্রতিমাসে তেলের দাম সমন্বয় করবে সরকার। অর্থাৎ, বিশ্ববাজারে দাম বাড়লে দেশে বাড়বে। কমলে দেশে কমবে।
এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করে জ্বালানি মন্ত্রণালয়। সেখানে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।