নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিখোঁজের দু’দিন পর মাটিচাপা অবস্থায় আসাদুজ্জামান আসাদ (১৭) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটককৃত অটোরিকশা চোর চক্রের সদস্যরা হলো- নকলা উপজেলার ডাংধরাকান্দা গ্রামের মজিবর মিয়ার ছেলে হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়া গ্রামের আবু হানিফের ছেলে নূর নবী (২১), ধনাকুশা গ্রামের মৃত আশকর আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে এমসি জাহিদ (২২) ও শহরের ইশিবপুর মহল্লার চান মিয়ার ছেলে মিলন মিয়া (২৪)। হত্যার শিকার অটোরিকশা চালক আসাদ দক্ষিণ নকলা এলাকার ফজলুর করিমের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজারস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে নালিতাবাড়ী থানার এসআই মুকুল সরকার অটোরিকশা চোর সন্দেহে একটি অটোরিক্সাসহ হামিদুল ইসলাম খোকন ও নূর নবী নামে ২ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে একেক সময় একেক তথ্য দিলে সন্দেহ ঘনীভূত হয়।
এদিকে অটোরিকশা উদ্ধারের খবর পেয়ে দক্ষিণ নকলার ফজলুর করিম নালিতাবাড়ী থানায় গিয়ে জানান যে, তার ছেলে অটোরিকশা চালক আসাদুজ্জামান আসাদ গত ১১ মার্চ অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এসময় ফজলুর রহমানকে পুলিশের উদ্ধারকৃত অটোরিকশা ও একটি মোবাইল ফোন দেখানো হলে সেগুলো তার ছেলের বলে শনাক্ত করেন। পরে আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা দু’জনসহ জাহিদুল ইসলাম এমসি জাহিদ ও মিলন মিয়া এ ৪ জন মিলে আসাদুজ্জামান আসাদের অটোরিকশা ছিনতাই এবং ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে।
আটককৃতরা জানায়, আসাদুজ্জামান আসাদের অটোরিকশাটি ১১ মার্চ রাত ৯টার দিকে নকলা শহরের নালিতাবাড়ী মোড় থেকে ভাড়া নেয় ৪ জন। পরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাত পৌনে ১১টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা ছেফাকুড়ি ব্রিজের ২০০ গজ পূর্ব দিকে নিয়ে অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করে। এতে আসাদ বাধা দিলে তাকে ৪ জন মিলে হত্যা করে মরদেহ লুকানোর জন্য জনৈক খোকা মিয়ার ভরাটকৃত জমিতে মাটি চাপা দেয়। পরে ছিনতাইকৃত অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে তিনআনী হয়ে যাওয়ার পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে নালিতাবাড়ী থানার বিশেষ টিমের কাছে আটক হয় দু’জন। তাদের দেওয়া তথ্যমতে ওই ঘটনায় জড়িত আরও দু’জনকে আটক করা হয়।
এ ঘটনায় আসাদের বাবা ফজলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।