বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় অবস্থিত কাফেলা কোল্ড স্টোরেজে এই অভিযান চালানো হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।
বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় অবস্থিত কাফেলা কোল্ড স্টোরেজে এই অভিযান চালানো হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।
এর আগে গত ১৫ মে কাহালু উপজেলার মুরইল মুনসুর কোল্ড স্টোর ও আফরিন কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ। সে সময় আফরিন কোল্ড স্টোরে চার লাখ ৮৮ হাজার ৩৮৮টি মজুদকৃত ডিম পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই হিমাগারকে ২০ হাজার টাকা জরিমানা করে মজুদকৃত ডিম সাত দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন।