1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
সুনামগঞ্জ: টানা বর্ষণ আর ভারত থেকে অব্যাহত ভাবে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যার কারণে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ জুন) বেলা ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের (ইউএনও) ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।

গত রাত থেকে ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ১২ উপজেলাই এখন বন্যা প্লাবিত। জেলার অন্তত ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি। জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় হাওরে ঢেউ বেড়েছে। এ কারণে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পটগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com