1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ায় বিমান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ার ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। বুধবার ভোর থেকে বিমান চলাচল শুরু হয়। বিমানবন্দরের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার থেকে পাঠানো আবর্জনা বোঝাই একটি বেলুন দ্বিতীয় নম্বর যাত্রী টার্মিনালের কাছে টারমাকে অবতরণ করে। এ ঘটনায় ইনচিওনের তিনটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, উত্তর কোরিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরের সীমানায় এবং এর আশেপাশে বেশ কয়েকটি বেলুন দেখা গেছে। বিমানবন্দরে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়।

ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর কর্পোরেশন জানিয়েছে, রাত ১টা ৪৬ মিনিট থেকে ভোর ৪টা ৪৪ মিনিট পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন ঘটেছিল।

উত্তর কোরিয়া মে মাসের শেষের দিক থেকে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন পাঠিয়েছে। শত শত বেলনু দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে অবতরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com