1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ১৮

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলয়ীল বর্নো রাজ্যের কয়েকটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন।

শনিবার (২৯ জুন) গোওজা শহরের একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী মহিলাও রয়েছে। ঘটনার পর শহরে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ২০১৪ সালে শহরটির দখল নিয়েছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ২০১৫ সালে অবশ্য নাইজেরিয়ান বাহিনী শহরটি জঙ্গিমুক্ত করেছিল। তবে তারপর থেকেই শহরের আশপাশে আক্রমণ ও অপহরণ চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

২০১৪ সালে রাজ্যের চিবোক শহর থেকে ২৭০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণের পর, আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয় বোকো হারাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!