1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

সীমান্তে ব্রিজ বিধ্বস্ত: দুই গ্রামের আড়াইশ পরিবার দুর্ভোগে

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): পাহাড়ি ঝিড়ির খরস্রোতে ভেসে গেছে প্রায় দুই যুগ আগে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর দেওয়া ব্রিজ। ছোট ঝিরিটি পরিণত হয়েছে গভীর খাদে। ফলে পারাপারে বিঘ্ন ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম আন্দারুপাড়া ও খলচন্দার প্রায় আড়াইশ পরিবারের। দুর্ভোগে পড়েছে এসব পরিবারের নারী-পুরুষসহ শিক্ষার্থীরা। দফায় দফায় পাহাড়ি ঢলে বিধ্বস্ত ব্রিজটি নির্মাণে এক বছর আগে প্রস্তাবনা পাঠানো হলেও আসছে না অনুমোদন ও বরাদ্দ।

সূত্র জানায়, ২০০২ সালের দিকে সীমান্তের বারমারী বাজারের সন্নিকটে বুরুঙ্গা চেল্লাখালী ব্রিজ সংলগ্ন চৌরাস্তা থেকে আন্দারুপাড়া গ্রামের পাহাড়ি অংশ ও কোচপল্লী খলচন্দা গ্রামের মানুষের যাতায়াত সুবিধার্থে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বক্স কালভার্ট জাতীয় একটি ছোট ব্রিজ নির্মাণ করে দেয়। এটি নির্মাণের ফলে পাহাড়ে বসবাসরত অধিবাসীদের যাতায়াতে সুবিধা বাড়ে।

কিন্তু বছরের পর বছর ধরে পাহাড়ি ঝিরি দিয়ে ঢলের সময় প্রবল স্রোত প্রবাহিত হয়ে তা গিয়ে পড়ে পাশের চেল্লাখালী নদীতে। এর ফলে ঝিরিটি ক্রমেই গভীর খাদে পরিণত হয়। অন্যদিকে গেল কয়েক বছরে বালুবাহী ভারি ট্রাক চলাচলের ফলে ব্রিজে চাপ পড়ে অধিক। এসব নানা কারণে গত তিন বছর আগেই ব্রিজটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে।

স্থানীয়ভাবে পাইলিং করে মাটি কেটে ব্রিজের দুইপাশ মেরামত করে কোনমতে চলাচল স্বাভাবিক রাখা হয়। গেল বছর বর্ষা মওসুমে পাহাড়ি ঢলে বাড়ে ঝিরির গভীরতা। ফলে ব্রিজটি দেবে গিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় চলাচল স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদের বরাদ্দ হতে সরু আকাড়ে একটি স্টিল ব্রিজ নির্মাণ করা হয় ঝিরির উপর।

কিন্তু চলতি বর্ষায় পুনরায় পাহাড়ি ঢল নামলে ঝিরিটি এতোটাই গভীর হয়ে পড়ে যে, আগের দেবে যাওয়া পাকা ব্রিজ সম্পূর্ণ দেবে যায় এবং স্টিল ব্রিজটি ভেসে যায়। ফলে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা।

আন্দারুপাড়া গ্রামের বাসিন্দা জমির উদ্দিন জানান, ব্রিজটি চার-পাঁচ বছর যাবত ভেঙে রয়েছে। এরমধ্যে গেল দুই-তিন বছরে একেবারেই বিধ্বস্ত। ফলে চলাফেরা, ধান-চাল আনা নেওয়া থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র আনা নেওয়া করতে পারি না। পানি থাকলে হাট-বাজার করতে পারি না। পানি কমলে চলাচল করতে হয়। সন্তানদের কাঁধে করে পার করে দিতে হয়।

একই গ্রামের আনোয়ার হোসেন জানান, ব্রিজটি প্রায় ১৫-১৬ ফুট গভীরে চলে গেছে। ব্রিজের এপাশে অন্তত তিন থেকে সাড়ে তিন হাজার লোকের বসবাস। সবচেয়ে সমস্যা হয় ছোট ছোট বাচ্চাদের। তারা স্কুল-মাদরাসায় যেতে পারে না। আমরা না হয় কোন উপায়ে পার হতে পারি। তারা তো পারে না।

একই গ্রামের রফলা চাম্বুগং জানান, বৃষ্টি হলে ঝিড়ি ভরে যায়। আড়াইশ পরিবারের রাতে-দিনে চলাফেরা কষ্ট হয়। ছেলে-মেয়েরা চলাফেরা করতে পারে না।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, এখানে বক্স কালভার্ট নির্মাণ করলে টিকবে না। তাই গেল বছর ব্রিজটি দেবে যাওয়ার পর পাইলসহ একটি গার্ডার ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি এ অর্থ বছরের মধ্যেই অনুমোদন আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com