ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
রোববার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ জন এবং ঢাকা দক্ষিণে ১৫জন সংরক্ষিত নারী কাউন্সিলরদের তালিকা ঘোষণা করেন ওবায়দুল কাদের।
এর আগে দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। তখন তিনি জানিয়েছিলেন, রাতে সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।