আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় চলমান লকডাউন শিথিলের কথা ভাবছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
তবে বেশি আক্রান্ত এলাকাগুলোতে আগামী জুন পর্যন্ত লকডাউনের কড়াকড়ি বজায় থাকবে।
বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।
গত মার্চ থেকে বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউন আরোপ করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট । গত ১ মে থেকে স্বল্প পরিসরে অর্থাৎ পাঁচ ধাপের লকডাউনের ১ম ধাপ তুলে নেন।
দেশের স্বাস্থ্য সুবিধার এবং অতিরিক্ত মৃত্যুর হার কমাতে এমন কঠোর পদেক্ষেপ নিতে হয়েছিল বলে জানান রামাফোসা।
করোনাভাইরাসে দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ১২ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২১৯ জন।