আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে রাজ্যের ১১৪টি সড়ক।
শনিবার (০৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি নিয়ে কোনো সুসংবাদ নেই। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ জন্য হলুদ সতর্কতা জারি করেছে অধিদপ্তর।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সড়ক পরিবহন বিভাগ ৮২টি পথে বাস পরিষেবা বন্ধ রেখেছে। গত ২৭ জুন থেকে ১ অগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির কারণে দুর্ঘটনা ৭৭ জন নিহত হয়েছেন। এ সময়ে ৬৫৫ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। এ ছাড়া ৩১ জুলাই রাতে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ প্রায় ৪৫ জন। তাদের উদ্ধারে সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি কাজ করছে।