আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর জনসমক্ষে প্রথম কোনো ভাষণ দিলেন কমলা হ্যারিস। বুধবার ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তিনি এ ভাষণ দেন।
ভাষণের শুরুতেই হ্যারিস বলেন, আমার হৃদয় আজ পরিপূর্ণ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দেশের জন্য রইল অফুরান ভালোবাসা। এ নির্বাচনের ফল আশানুরূপ হয়নি।
ডেমোক্রেট এ প্রার্থী বলেন, আমেরিকার প্রতিশ্রুতির আলো সবসময় জ্বলতে থাকবে, যতদিন আমরা হাল ছাড়ব না এবং লড়াই চালিয়ে যাব।
তিনি বলেন, আমি জানি, সবাই এখন ভিন্ন ধরনের অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচনের ফল আমাদের মেনে নিতে হবে।
হ্যারিস বলেন, আমি এ নির্বাচনের ফল মেনে নিয়েছি। কিন্তু আমি এ লড়াই ছেড়ে দিচ্ছি না।আমরা এ সংগ্রাম চালিয়ে যাব ভোটকক্ষে, আদালতে এবং জনসমক্ষে।
তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে হেরে গেলেও তিনি যেসব ইস্যুর ওপর প্রচারণা চালিয়েছেন, সেগুলোর জন্য তার সংগ্রাম থামবে না।
কমলা হ্যারিস এক উজ্জীবিত বার্তা দিয়ে তার ভাষণ শেষ করেন। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, কেবল যখন অন্ধকার অনেক গভীর হয়, তখনই আপনি তারকা দেখতে পারেন।
হ্যারিস তার ভাষণে তার পরিবার, জিল ও জো বাইডেন এবং তার রানিংমেট টিম ওয়ালজ ও তার পরিবারকে ধন্যবাদ জানান। তার দল, স্বেচ্ছাসেবক, ভোটকর্মী ও নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ জানান।