আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইরানে বাস উল্টে গিয়ে অন্তত ২৮ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ইয়াজদ প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের সরকারি সংবাদমাধ্যম বলেছে, ‘মঙ্গলবার রাতে মধ্য প্রদেশ ইয়াজদের দেহশির টাফ্ট চেকপয়েন্টের সামনে ৫১ জন পাকিস্তানি তীর্থযাত্রীকে বহনকারী একটি বাস উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
ইয়াজদ প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান আলি মালেক-জাদেহ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মালেক-জাদেহ বলেন, ‘আহত ২৩ জনের মধ্যে ছয়জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর সাতজনের অবস্থা আশঙ্কাজনক।’
তিনি জানান, নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছে। পাকিস্তানি তীর্থযাত্রীরা শিয়াদের আরবাইন স্মরণ অনুষ্ঠানে যোগদানের জন্য ইরানের মধ্য দিয়ে ইরাকের দিকে রওয়ানা হয়েছিলেন। আরবাইন হলো শিয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠান যা আশুরার ৪০ দিন পর পালিত হয়।