আন্তর্জাতিক ডেস্ক : নেপালে যাত্রীবোঝাই একটি বাস নদীতে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এরা সবাই ভারতীয় নাগরিক বলে শুক্রবার এনডিটিভি অনলাইন জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাসে যে ৪৩ জন আরোহী ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
সংবাদ সংস্থা এএনআই নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার সকালে তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল।
তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, ওই বাসের ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল।