1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার করা প্রয়োজন

  • আপডেট টাইম :: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ৯ দফা দাবির মধ্যে একটি দফা ছিল লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বলছেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে ছাত্ররাজনীতি সংস্কার করা প্রয়োজন। তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে যে ভীতি রয়েছে তা কেটে যাবে।
গতকাল দুপুর ১২টা থেকে ১টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই দফায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রসংগঠনগুলোর নেতারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে ছাত্ররাজনীতি সংস্কারের পক্ষে মত দিয়েছেন।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে ছাত্ররাজনীতি সংস্কারের বিষয়ে প্রাথমিক কিছু প্রস্তাব দিয়েছে ঢাবি ছাত্রদল। এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ছাত্ররাজনীতি সংস্কারের জন্য প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন চালু করা।
বিগত ফ্যাসিবাদের আমলে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তার তদন্তপূর্বক শাস্তি নিশ্চিত করতে একটি কমিশন গঠন করতে হবে। দ্রুত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গঠিত সিন্ডিকেট ও সিনেট ভেঙে দেওয়ার দাবিও জানিয়েছি।’
দাসত্বের ছাত্ররাজনীতি নয়, বরং মেধার ছাত্ররাজনীতি চাই বলে ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ‘যেখানে শিক্ষার্থীদের অধিকারের কথাগুলো থাকবে, সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং প্রত্যেকেই নিজেদের অধিকার ফিরে পাবে। কাউকে তার মতের জন্য নির্যাতন-নিষ্পেষণ করা হবে না। কারো রাজনৈতিক আদর্শ কারো ওপর চাপিয়ে দেওয়া হবে না।’ ছাত্ররাজনীতি সংস্কারের জন্য শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, ছাত্রসংগঠনের নেতাদের নিয়ে একটি পলিসি ডায়ালগের আহ্বান জানান তিনি।সংস্কারের জন্য শক্তিশালী নীতিমালা তৈরির কথা বলে ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিছু বিধি-নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সংগঠন করার স্বাধীনতা আছে। বিধি-নিষেধ না মানলে নির্দিষ্ট সংগঠন নিষিদ্ধ হতে পারে, কিন্তু সংগঠিত হওয়ার সাংবিধানিক মৌলিক অধিকার তো বিতর্কের ঊর্ধ্বে।

প্রশ্ন উঠতে পারে, হল দখল, সন্ত্রাস, গেস্টরুম, গণরুম ইত্যাদি প্রসঙ্গে। সে ক্ষেত্রে হলে সন্ত্রাসের রাজনীতি ঠেকাতে সব অংশীজনকে সঙ্গে নিয়ে শক্তিশালী নীতিমালা তৈরি করা এবং প্রশাসনকে দায়বদ্ধ করা প্রশাসনের দায়িত্ব। এ ছাড়া ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে নব্বইয়ে গঠিত পরিবেশ পরিষদ কার্যকর করা এবং সেই চুক্তি বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করার আহবান জানানো হয়।

ঢাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সাদেকুল ইসলাম সাদিক বলেন, ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে ছাত্ররাজনীতি সংস্কার করার কথা বলেছি আমরা। সংস্কারের জন্য দ্রুত হল সংসদ ও ডাকসু নিয়মিত চালু করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ে ও হলে হলে দখলদারির রাজনীতি চলবে না। হল প্রশাসনের কাছে হলের নিয়ন্ত্রণ নিয়ে আসার কথা বলেছি। তাহলে দখলদারির মাধ্যমে যে ছাত্ররাজনীতি করা হতো সেটি করা যাবে না এবং ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেই ভয় সেটি দূর হয়ে যাবে।’

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘ছাত্ররাজনীতি থাকবে কি না সে বিষয়ে আমাদের একটি অফিশিয়াল বক্তব্য পরবর্তী সময়ে আসবে। ডাকসুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছিল। তবে আমাদের প্রধান চিন্তা এখন দ্রুত বিশ্ববিদ্যালয় চালু করা; শ্রেণি কার্যক্রম চালু করা। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তাই সবাইকে ডেকে আলোচনা করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com