1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

রাফির মায়ায় সারিকা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : একসময়ের ব্যাপক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী। তবে বেছে বেছে ভালো গল্পের নাটক পেলে কাজ করেন তিনি। এবার অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব ফিল্মে। এর নাম ‘মায়া’। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন ‘তুফান’ নির্মাতা রায়হান রাফি।

রায়হান রাফির নির্মানে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সারিকার ওয়েব ফিল্মটির টিজার। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সারিকা। টিজারে সারিকার অভিনয়ের ঝলক দেখেই নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে টিজারে।

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন। বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’ 
গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সে চেষ্টা করেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com