বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের উন্নয়নে আগামী দিনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী চীন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই মনোভাব ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে জোরদার হবে।
দ্বিপক্ষীয় এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, সোলার প্যানেল বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।