আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে তৃতীয় দফায় লকডাউন বাড়িয়েছে ভারত সরকার। চলমান এ লকডাউনের বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে।
রোববার (১৭ মে) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।
জারি করা এবারের লকডাউনে ৪ ধরণের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণ দিনেরবেলা চলাচল করতে পারবে, আন্তঃরাষ্ট্রীয় পরিবহন, বাস এবং গণপরিবহণ চলবে।
তবে মেট্রো, রেল ও বিমান পরিষেবা, শপিংমল, ব্যামাগার এবং বড় আকারে জনসমাবেশ আপাতত বন্ধ থাকছে।
পাশাপাশি, ৬০ বছরের উর্ধে এবং ১০ বছর বয়সের নিচে কাউকে বাড়ির বাইরে যেতে বিধিনিষেধ জারি করেছে ভারত সরকার।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার জন নতুন করে রেকর্ড আক্রান্ত হয়েছে। ৪ হাজার ৯৯১ জনের করোনা পজিটিভ এসেছে, তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ হাজার ৬৩৯ জন।