বান্দরবান : বৌদ্ধ ধর্মালম্বীদের আসন্ন প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে এই বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
এবার বান্দরবান বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা উপলক্ষে বিশেষ প্রকল্প কর্মসূচি হতে এসব খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে রাজগুরু বৌদ্ধ বিহার মধ্যম পাড়া ৫ মে.টন। অন্যান্য ৪৩০ টি বিহার (৪৩০×১)= ৪৩০ মে.টন। বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদ ১০ মে.টন।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, জেলা সমবায় কর্মকর্তা মিল্টন মুহুরী, জেলা পরিষদে নির্বাহী প্রকৌশল জিয়াউর রহমানসহ অনেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে গুরু ভান্তেগণ উপস্থিত ছিলেন।