1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার

প্রধান শিক্ষককের বিরুদ্ধে জোর করে প্রেম আদায়ের অভিযোগ সহকারী শিক্ষিকার!

  • আপডেট টাইম :: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় সহকারি শিক্ষিকা নাজমা আক্তার প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রেমের প্রস্তাব ও যৌননিপীড়নের অভিযোগ এনে তার প্রতিবাদে প্রধান শিক্ষককে রুমে তালা দিয়ে আটকে রেখেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২০ অক্টোবর) সকাল ৯ টার দিকে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৭৫নং উত্তর খোন্তকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা ও পুলিশের সহযোগীতায় ওই ঘটনার সমাধান হয়।

ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৭৫নং উত্তর খোন্তকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তার প্রতিষ্ঠানে কর্মরত সহকারি শিক্ষিকা নাজমা আক্তারের সাথে প্রেমের সর্ম্পক করার চেষ্টা করেন এবং তাকে বিভিন্ন ভাবে হয়রানি করেন। কিন্তু ওই শিক্ষিকা তার প্রস্তাবে রাজি নাহওয়ায় প্রবাসে থাকা নাজমার স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে তার সর্ম্পকে বিভিন্ন ধরনের কটুক্তি ও অপবাদ দেন প্রধান শিক্ষক। এ ঘটনার জের ধরে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলে আসেন নাজমা এবং প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তার প্রতিবাদ করেন।

কথাকাটাকাটির পর্যায়ে সহকারি শিক্ষিকা নাজমা সু-কৌশালে প্রধান শিক্ষককে রুমের মধ্যে তালাবন্দী করে চিৎকার শুরু করেন। পরে স্কুলের ছাত্র-ছাত্রী ও পাশ্ববর্তী এলাকার অভিবাভকরা ছুটে আসেন। এ সময় অভিভাবকরা বিষয়টি শরণখোলা থানা পুলিশ ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। বিষয়টি শুনে ঘটনা স্থলে ছুটে আসেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শরণখোলা থানা পুলিশের একটি দল। পরে উভয়ের কাছ থেকে বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে এটিও বিধান চন্দ্র প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে ১০ দিনের ছুটিতে এবং সহকারী শিক্ষক নাজমা আক্তারকে খোন্তকাটা ইউনিয়নের ১০১নং জেডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে প্রেরণ করেন । একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।

ব্যাপারে সহকারী শিক্ষক নাজমা আক্তার বলেন, ২০২৩ সালের জানুয়ারী মাসে যোগদানের পর থেকে প্রধান শিক্ষক তাকে প্রেমের প্রস্তাবসহ যৌন নিপীড়ন করে আসছেন। কিন্তু বিষয়টি শিক্ষাকর্মকর্তা ও সহকারী শিক্ষাকর্মকর্তাদের অবহিত করলেও তিনি সু-বিচার পাননি।

এ ব্যাপারে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম  তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা সংক্রন্ত একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে ফাঁসানোর জন্য একটি মহল নাজমাকে দিয়ে এ ষড়যন্ত্র করিয়েছে।

এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র বলেন, তাদের মধ্যে প্রেমের বিষয়টি শুনে উভয়কে কয়েকবার সতর্ক করা হয়েছে। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে প্রাথমিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত করে দোষ প্রামানিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শরণখোলা থানা পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে পরিস্থিতি শান্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষা বিভাগ তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন গত ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত কুমার সিংহ বলেন, বিষয়টি তিনি শুনেছেন তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com