আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক বন্যায় বিধ্বস্ত জমির উদ্দিনের ঘর নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ফর হিউম্যানিটি। উপজেলার বাশকান্দা গ্রামে হতদরিদ্র জমির উদ্দিনের মাটির দালান ঘর বন্যায় ভেঙে গেলে বিভিন্ন দাতা সদস্যের অর্থায়নে ঘরটি নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।
রবিবার (২০ অক্টোবর) ঘরটির উদ্ধোধন করেন বিশিষ্ট শিল্পপতি হাজী ফরহাদ হোসেনসহ অন্যান্য ডোনার ও সংগঠনের সদস্যরা। ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেন জমির উদ্দিনের পরিবার। কৃতজ্ঞতা জানান যাদের অর্থ ও শ্রমের বিনিময়ে ঘর পেয়েছেন তাদের প্রতি। জমির উদ্দিনের স্ত্রী বলেন, যারা আমাদের ঘর দিয়া সাহায্য করলো সবার লাইগা দোয়া করি।
ইউনাইটেড ফর হিউম্যানিটির সদস্য স্বেচ্ছাসেবক সাদ আল জুনাইদ বলেন, গত ৪ তারিখ আকস্মিক বন্যার পর যখন শুনি ঘর ভেঙে এই পরিবারটি কষ্টে জীবন যাপন করছে ,তখন আমরা ঘর নির্মাণের উদ্যোগ নেই। আমাদের এই কাজে অনেকে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমরা সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।