নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর পাহাড়ি অঞ্চল থেকে গর্ত খুঁড়ে সাদা বালু উত্তোলনের অভিযোগে হাবিবুর রহমান হাবি নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও রঞ্জনা ঝরণা থেকে বালু উত্তোলনের অভিযোগে আরও ৬টি শ্যালু চালিত মিনি ড্রেজার ও বেশকিছু পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোর্পাকের পূর্বপাশে বুরুঙ্গা কালাপানি ও পশ্চিম সমেশ্চুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আনিসুর রহমান।
সূত্রমতে, সীমান্তের পাহাড়ি অঞ্চল থেকে ভূ-গর্ভস্থ সাদা বালু ও সমেশ্চুড়া রঞ্জণা ঝরণা থেকে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। এ সময় সাদা বালু উত্তোলনকারী হাবিবুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সমেশ্চুড়া রঞ্জণা ঝরণা ও ভোগাই নদীর কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬টি মিনি ড্রেজারসহ ৩০-৪০টি পাইপ ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, পরিবেশ ভারসাম্য রক্ষায় অবৈধভাবে সাদা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।