ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে নিহত শেরপুরের রেজাউল করিমের (২৬) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নেত্রকোণা-৩১ বিজিবির অধীনস্থ বিজয়পুর বিওপি’র বাগমারা এলসিতে মরদেহটি হস্তান্তর করা হয়।
নিহত রেজাউল করিমের বাড়ি শেরপুর জেলা সদর উপজেলার আলিনাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শেরপুর শহরের হাসপাতাল রোডে রেজাউল করিমের ওষুধের দোকান রয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে রেজাউল মারা যান।
স্থানীয়রা জানান, রেজাউল স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতের প্রবেশ করার পরই বিএসএফের তাড়া েেয় পালাতে যান রেজাউল করিম। এসময় ফসকে কালভার্টের নিচে পরে আঘাতপ্রাপ্ত হন রেজাউল। পরে বিএসএফ সদস্যরা তাকে স্থানীয় হাসতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ হস্তান্তরের বিষয়ে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান জানিয়েছেন, শনিবার দুপুরে ভারতীয় সীমান্ত পুলিশের কাছ থেকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মরদেহটি গ্রহণ করেছেন। এ সময় নেত্রকোণা-৩১ ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিল। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি সুরতহাল করা হয়েছে। সুরতহালে মরদেহে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।