আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (২২ মে) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি লাহোর থেকে শতাধিক যাত্রী ও ক্রু নিয়ে রওনা হয়েছিল। একটি আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে।
পাকিস্তানের বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।
পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখার বলেছেন, ‘বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানে ৯৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।’
সূত্র : ডন ও বিবিসি অনলাইন