গত বছর দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন সম্পর্কিত নিয়ম শিথিল করার পর ১৩ লাখ ৪০ হাজার চাকরি খালি থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। গত কয়েক বছরে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।
গত বছর দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন সম্পর্কিত নিয়ম শিথিল করার পর ১৩ লাখ ৪০ হাজার চাকরি খালি থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। গত কয়েক বছরে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, ‘আমরা এমন দক্ষ শ্রমিক ও পেশাজীবীদের আকর্ষণ করতে কাজ করছি, যাদের আমাদের অর্থনীততে বছরের পর বছর ধরে জরুরিভাবে প্রয়োজন।’
নতুন পয়েন্ট সিস্টেমের মানে হলো, যারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন, তারা জার্মান শ্রম বাজারে সহজে প্রবেশ করতে ও সম্ভবত তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন।
এদিকে জার্মানিতে স্বাস্থ্যসেবা, পরিষেবা ও প্রযুক্তির মতো খাতগুলোতে শ্রমিকের অভাব রয়েছে। পাঁচ বছরে জার্মানির কর্মসংস্থান ১৬ লাখ বেড়েছে, যার মধ্যে ৮৯ শতাংশ পদ বিদেশিদের দখলে রয়েছে।