1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

শ্রমিক সংকট মোকাবেলায় পেশাদার ভিসা বাড়াবে জার্মানি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : কিছু নীতি শিথিল করায় জার্মানি ২০২৪ সালে ১০ শতাংশেরও বেশি পেশাদার ভিসা ইস্যু করবে, যাতে দীর্ঘমেয়াদি শ্রম সংকট মোকাবেলা করা যায়। দেশটির সরকারের পক্ষ থেকে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

গত বছর দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন সম্পর্কিত নিয়ম শিথিল করার পর ১৩ লাখ ৪০ হাজার চাকরি খালি থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। গত কয়েক বছরে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তৃতীয় দেশের জন্য শিক্ষার্থী ভিসা ২০ শতাংশ বেড়েছে, প্রশিক্ষণ ভিসার সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বিদেশি যোগ্যতার স্বীকৃতির হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, ‘আমরা এমন দক্ষ শ্রমিক ও পেশাজীবীদের আকর্ষণ করতে কাজ করছি, যাদের আমাদের অর্থনীততে বছরের পর বছর ধরে জরুরিভাবে প্রয়োজন।’

নতুন পয়েন্ট সিস্টেমের মানে হলো, যারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন, তারা জার্মান শ্রম বাজারে সহজে প্রবেশ করতে ও সম্ভবত তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন।

এদিকে জার্মানিতে স্বাস্থ্যসেবা, পরিষেবা ও প্রযুক্তির মতো খাতগুলোতে শ্রমিকের অভাব রয়েছে। পাঁচ বছরে জার্মানির কর্মসংস্থান ১৬ লাখ বেড়েছে, যার মধ্যে ৮৯ শতাংশ পদ বিদেশিদের দখলে রয়েছে।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com