1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

প্রতিপক্ষকে শায়েস্তা করতে ঢালাও মামলা, দেওয়া হচ্ছে নাম

  • আপডেট টাইম :: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মামলা হচ্ছে দেশজুড়ে। তবে এ সুযোগে নিজেদের স্বার্থ হাসিলের কৌশল হিসেবে হীনউদ্দেশ্যে ঢালাও মামলা করছেন অনেকেই। পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করা এবং চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করার অভিযোগ উঠেছে। খোদ মামলার বাদীও জানেন না দায়ের করা মামলায় আসামি কতজন বা কারা হচ্ছে। এ অভিযোগের তীর মূলত বিএনপির দিকে। অনেক ক্ষেত্রেই আসামি কাদের করা হবে, তা অনেকটা নিয়ন্ত্রণ করছেন সংশ্লিষ্ট এলাকার দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এভাবে মিথ্যা মামলা এবং ঢালাওভাবে নিরপরাধদের আসামি করার ফলে দলেও কোন্দলের সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে থানা পুলিশ এ ধরনের মামলা নিতে না চাইলে রাজনৈতিকভাবে চাপ প্রয়োগেরও অভিযোগ উঠছে।

পুলিশ সদর দফতরে তথ্য অনুযায়ী, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এখন পর্যন্ত সারা দেশে ২ হাজার মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬ হাজারের বেশি আসামি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢালাওভাবে দায়ের হওয়া এসব মামলার তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়ে আসছে পুলিশ ও সংশ্লিষ্টরা।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, দেখা যায়, থানা পুলিশ মামলা নিতে না চাইলে বা আসামির নাম ঢোকানোর বিষয়ে রাজনৈতিক নেতাকর্মীরা কিছু কিছু ক্ষেত্রে চাপও প্রয়োগ করছেন। এ পরিস্থিতে থানা পুলিশ মামলা না নিতে চাইলে থানায় হাঙ্গামা করেন নেতাকর্মীরা।
এদিকে মানবাধিকারকর্মী, আইন বিশেষজ্ঞ ও পুলিশের সাবেক কর্মকর্তারা মনে করেন এভাবে ঢালাও মামলা হলে ভুক্তভোগীদের পরিবার ন্যায়বিচার পাবে না। এ ক্ষেত্রে তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করতে সরকার এবং পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
জুলাই গণঅভ্যুত্থানের হতাহতের ঘটনায় গত ১৩ নভেম্বর রংপুরের কোতোয়ালি থানায় একটি মামলায় নিরাপরাধ মানুষদের আসামি করা হয়েছে। অথচ বিষয়টি মামলার বাদীই জানেন না। ওই মামলায় ইচ্ছেমতো আসামি করার অভিযোগের তীর রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামানের দিকে।
ওই মামলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ নভেম্বর রংপুর মহানগরের কোতোয়ালি থানায় জুলাই গণঅভ্যুত্থানের সংঘর্ষ নিয়ে মামলাটি করেন মাহীগঞ্জ ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের গুলিতে আহত হন তিনি। এ মামলায় ১৮১ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
তবে এ মামলায় অনেক নিরপরাধ ব্যক্তিকে আসামি করার অভিযোগ ওঠায় এ নিয়ে গত ১৬ নভেম্বর মামলার বাদী মামুনুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ঢালাও আসামি করার ক্ষেত্রে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামানের হাত থাকার অভিযোগ ওঠে। ভিডিওতে মামুনুর বলেন, মামলায় বিগত সময়ের ফ্যাসিবাদী আওয়ামী লীগের যুবলীগ ও অঙ্গসংগঠনের চিহ্নিত ২৫ জন সন্ত্রাসী ও নেতাকর্মীর নাম দিয়েছিলাম। কিন্তু মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান ওই মামলায় ১৮১ জনের নাম দেন।
ওই ভিডিওর কথোপকথন ছিল রংপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি কাওসার জামানের সঙ্গে মামলার বাদী মামুনুরের। ভিডিওতে মামুনুরের উদ্দেশে কাওসার বলেন, ‘১৮১ জনকে আসামি করে তুমি একটা মামলা করেছ কোতোয়ালি থানায়। এখানে নীলফামারীর আসামি আছে। এখানে অনেক নিরীহ লোক আছে। যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়। এটা কেন তুমি করলা?’ এর জবাবে মামুনুর বলেন, ‘বিএনপির মহানগর আহ্বায়ককে (সামসুজ্জামান) আড়াই মাস আগে ২৫টি নাম দিই। ৯ কি ১০ তারিখ মামলাটা লেখা হয়েছে। আমি সই করলাম। তখন আমি অসংগতি দেখে জিজ্ঞাসা করলাম, এতগুলো নাম কেন? সে বলল, এগুলো ঠিক হয়ে যাবে। এতগুলো নাম দেওয়ার ইচ্ছা আমার ছিল না।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর কোতোয়ালি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, আমাদের থানায় মামলাটি করেছেন মামুনুন রশীদ। আমরা মামলাটি নথিভুক্ত করেছি। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। মামলায় যদি কোনো নির্দোষ ব্যক্তির নাম থেকে থাকে তবে আমরা তা বাদ দেব।
অন্যদিকে আরও একটি ভাইরাল ভিডিওতে শোনা যায়, মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল নামে একজন নিজেকে চট্টগ্রামের রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি দাবি করছেন। ভিডিওতে তিনি বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর ইউনিয়নের বোর্ডে আমি আমার ছেলের একটি নিবন্ধনের জন্য যাই। সেখানে গিয়াস কাদের চৌধুরী ও সামির কাদের চৌধুরী এবং মাফিয়া ডন জসিমের একটি সন্ত্রাসী বাহিনী (৩০ থেকে ৩৫ জন) আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং একটি চরে নিয়ে যায়। সেখানে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ওরা ভেবেছিল আমি মরে গেছি। তখন আমাকে ফেলে রেখে চলে যায়।’
ভিডিওতে ভুক্তভোগী বলেন, ‘ওরা আমাকে মারধর করেও ক্ষান্ত হয়নি, আমার নামে দুটি মিথ্যা মামলা দিয়েছে। তারপর থেকে আমি আর রাউজান উপজেলায় যেতে পারি না। এখনও আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে। রাউজান থানায় আমি একটি মামলা করেছিলাম। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না। পুলিশ আসামি ধরছে না।’ এতে তিনি বলেন, ‘আমার একটি অপরাধ আমি বিএনপি করি, আমি ছাত্রদল করি। আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আমাকে রাউজান উপজেলা ছাত্রদলের সেক্রেটারি নিজেই করেছিলেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে আমি ৫টি মামলার আসামি হয়েছি গত ১০ বছর আমি রাউজান যেতে পারিনি। এখনও সেই আওয়ামী লীগের মতো একই কৌশলে গিয়াস কাদের চৌধুরী আমার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দিয়েছে। আমাকে এখনও মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। এখনও আমি শহরে যেতে পারি না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সুষ্ঠু তদন্ত করেন। এভাবে আমাকে আর হয়রানি করবেন না। আর কত নির্যাতন হলে আমাদের দলের হাই কমান্ডরা খুশি হবে? এটাই আমার প্রশ্ন। যারা আমাদের আহত করেছে এবং যারা আমাকে মিথ্যা মামলা দিচ্ছে আমি তাদের একটা সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়েটি আমাদের জানা নেই। মামলা হয়েছে কি না, তা দেখে বলতে পারব।’
এদিকে গত ৫ নভেম্বর চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ নানা অভিযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে শোকজ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিন দিনের মধ্যে গিয়াস উদ্দিন কাদেরকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
নির্দেশের পরিপ্রেক্ষিতে শোকজের একটি লিখিত জবাবও দিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। হয়রানিমূলক মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারও বিব্রত উল্লেখ করে গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ‘ডিসি, এসপি, জেলা লিগ্যাল এইড কর্মকর্তাদের সমন্বয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কি না সেই চিন্তাভাবনা করা হচ্ছে। এ কমিটি মামলার প্রাথমিক তথ্যবিবরণী (এফআইআর) করার আগে যাচাই করে দেবে।’
পুলিশ সদর দফতরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইমানুল হক সাগর বলেন, দায়ের হওয়া মামলা তদন্ত করে শুধু প্রকৃত অপরাধীদের আসামি হিসেবে রেখে তাদেরই আইনের আওতায় নিয়ে আসার কাজ করা হচ্ছে। আমি নিশ্চিত করতে চাই, নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘ঢালাওভাবে মামলা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকে দিচ্ছে, আর্থিক লাভবান হতেও দিচ্ছে। নানা কারণেই নিরপরাধ মানুষের নাম দেওয়া হচ্ছে। মামলাগুলো যদি সুষ্ঠু তদন্ত হয় তা হলে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতা নেওয়া হতে পারে। বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যেন ঢালাওভাবে গ্রেফতার অভিযান না করা হয়। মানুষের ভোগান্তি কমানোর জন্য এ সিদ্ধান্তটা বাস্তবায়ন করা দরকার।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল কবির (ফরিদ) বলেন, ‘মামলা নথিভুক্ত করার আগে যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা দরকার। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখা জরুরি।’
একাধিক মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, গত ৫ আগস্ট সিলেটের সোনারহাট এলাকায় আনন্দ মিছিলে হামলার ঘটনায় গোয়াইনঘাটের মাতুরতল ফেনাই গ্রামের বাসিন্দা আবদুন নুর বিলালের ছেলে সুমন মিয়াকে হত্যার অভিযোগে গত ২৭ আগস্ট আদালতে মামলা করা হয়। অথচ এ মামলার আসামিদের বিষয়ে কিছু জানেন না বাদী আবদুন নুর বিলাল। মামলায় আসামি করা হয় সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, পুলিশ সদস্যসহ ১৫০ জনকে। এ ছাড়া এ মামলায় আসামি করা হয়েছে দৈনিক বাংলার সিলেট প্রধান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুকে। সাংবাদিক পেশা গোপন করে গণজাগরণ মঞ্চের সংগঠক হিসেবে তার পরিচয় উল্লেখ করা হয় মামলায়।
মামলাটি হয়রানির জন্য করা হয়েছে উল্লেখ করে সাংবাদিক দেবাশীষ দেবু বলেন, ‘ঘটনাস্থল আমার বাসা থেকে অনেক দূরে। ঘটনার দিন তো দূরের কথা আমি গত দুই মাসেও ওই এলাকায় যাইনি। এ মামলার বিষয়ে আমি বাদীকেও জিজ্ঞাসা করেছি। তিনি আমাকে বলেছেন, তিনি মামলায় আমার নামের বিষয়ে কিছুই জানেন না। শুধু আমি নই, সিলেটে সাংবাদিকসহ অনেক নিরপরাধ মানুষকে হয়রানি করার জন্য মামলা দেওয়া হয়েছে। এটা কেউ বা কোনো গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে করাচ্ছে। আর এ মামলা করেছে হয়রানি করার জন্য এটা বোঝাই যাচ্ছে।’
এদিকে সাহায্য দেওয়ার নাম করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলার তথ্য পাওয়া গেছে। গত ৫ আগস্ট বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন ভবনে আগুন দেওয়া হয় ও ভাঙচুর করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনজন, আহত হন অন্তত ৬০ জন। এদিনের ঘটনায় ২০ আগস্ট থানায় একটি মামলা হয়। এতে প্রবাসী, সাংবাদিক, আওয়ামী লীগের ৭৫ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। এতে আশ্চর্য হন মামলার বাদী নিহত তারেকের মা ইনারুন নেছা। তিনি বলেন, সাহায্য দেওয়ার নাম করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন। মামলার আসামির তালিকায় আছেন বিদেশে অবস্থান করা ৯ জন। আছেন স্থানীয় সাংবাদিকও।
আবার সিলেটেই রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আই প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে। ২২ আগস্ট সিলেটের আদালতে এ মামলা করেন ছাত্রদলকর্মী খোরশেদ আলম। তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, খোরশেদ আলম নামের কোনো দলীয় কর্মীকে তারা চেনেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই ময়মনসিংহের ফুলপুরে ধান বিক্রি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কৃষক সাইফুল ইসলাম। এ ঘটনায় গত ২০ আগস্ট আদালতে মামলা করেন জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী। মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেশ কয়েকজন সাবেক মন্ত্রীসহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। একই মামলায় আসামি করা হয় বিএনপি নেতা আবদুল খালেক, আলাল উদ্দিন, আবদুল মালেক ও ব্যবসায়ী হাজি সেকান্দর আলীকে। স্বার্থ হাসিল করতে ওই মামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ীদের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর গত ২৫ আগস্ট মামলা প্রত্যাহার করেন তিনি। এভাবে মামলায় করায় গত ২৭ আগস্ট দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
– সময়ের আলো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com