বাংলার কাগজ ডেস্ক : মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে হামলার জের ধরে মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডে কামরুলের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান বলেন, শুক্রবার রাত থেকে আমাকে ও আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছিল জামায়াত-শিবিরের নেতারা। শুক্রবার সন্ধ্যার ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে মিরসরাই পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবির। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সন্ধ্যায় আমার বাড়িতে ভাঙচুর করে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।
হামলার শিকার ব্যক্তিরা হলেন, কামরুলের বাবা আমির হোসেন (৭৫), স্ত্রী মর্জিনা আক্তার খালেদা (৩০), জিয়া মঞ্চ মিরসরাই পৌরসভা সভাপতি নাহিদ হোসেন, মিরসরাই পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, যুবদল কর্মী মো. জিয়াস কামাল, মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা মো. মাসুম।
এদিকে শুক্রবার জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত সাধারণ সভায় যুবদল নেতা কামরুল হাসানের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। শুক্রবার সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। তবে কামরুলের ভাষ্যমতে, যুবলীগ ও আওয়ামী লীগের চিহ্নিত কিছু নেতা-কর্মীকে পুনর্বাসন করতে সভা করছিল জামায়াত। স্থানীয় যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে গিয়ে মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামীর শিহাব উদ্দিনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে কিছু বুঝে ওঠার আগেই তাদের নেতা-কর্মীরা হামলা করেন।
মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মো. শিহাব উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে এস রহমান আইডিয়াল স্কুলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিএনপি থেকে অনুমতি না নেওয়ার অভিযোগে যুবদল নেতা কামরুল হাসানের নেতৃত্বে আমাদের কর্মী সমাবেশে অতর্কিত হামলা চালায়। এসময় এক সাংবাদিক সহ আমাদের ১০ নেতা-কর্মী আহত হন। কামরুলসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে আমরা বিক্ষোভ মিছিল করেছি। মিছিল শেষে আমাদের কর্মীরা নিজ নিজ গন্তব্যে চলে যায়। তবে শনিবার সন্ধ্যায় কামরুল হাসানের বাড়িতে কে বা কারা হামলা-ভাংচুর করেছে আমার জানা নেই। শুনেছি সে নিজেই এলাকায় তার প্রতিপক্ষের লোকজনের উপর চড়াও হয়ে বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করেছে। যা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে হামলা-ভাংচুরের ঘটনায় মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মো. শিহাব উদ্দিন বাদী হয়ে রবিবার (১ ডিসেম্বর) মিরসরাই থানায় মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখপূর্বক একটি মামলা (নং ১) দায়ের করেছেন।
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় বলেন, যুবদল নেতা কামরুল হাসানের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। এছাড়া জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ইত্তেফাক