সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খনন রুখে দিয়ে অন্যায়ের প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই বোন। থানা-পুলিশের সহযোগিতায় বাবার ফসলি জমি রক্ষা করে প্রশংসায় ভাসছেন নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে জাকিয়া পারভীন ও জান্নাতুল ফেরদৌস। তাদের পিতা মৃত জাহাঙ্গীর হোসেন।
জাকিয়া ও জান্নাতুল বলেন, আমার বাবার রেখে যাওয়া তিন ফসলি চার বিঘা জমিতে বোরো, আমন ও সরিষার আবাদ করে আমাদের সংসার চলে। বিশেষ করে ধানের আবাদ করে সারা বছরের ভাতের যোগার হয়। কিন্তু প্রতিবেশি আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে আমাদের জমির উজানে তার জমিতে অবৈধ পুকুর খননের চেষ্টা করেন। এতে আমাদের জমি জলাবদ্ধ হয়ে পড়ে থাকত। আমরা দুই বোন ঢাকায় থাকি। যখন থেকে জেনেছি পুকুর খনন করা হবে, বাড়িতে রয়েছি। যথারীতি গত সোমবার রাতে ১টি ভেক্যু মেশিন নিয়ে পুকুর খনন শুরু করেন। আমরা দুই বোন বাঁধা দেই। শক্ত প্রতিরোধের মুখে পুকুর খনন বন্ধ রাখতে বাধ্য হন আব্দুস সাত্তার।
তারা আরও জানান, পুকুর খনন আটকানোর পর মঙ্গলবার প্রচলিত ভূমি আইনে তাড়াশ থানায় অভিযোগ দায়ের করি। থানা পুলিশও আমাদের তিন ফসলি জমি রক্ষায় সহযোগিতা করেছেন।
কালুপাড়া গ্রামের গ্রাম প্রধান আব্দুস সালাম ও ইদ্রিস প্রমানিক বলেন, জাকিয়া ও জান্নাতুলের বাঁধায় বেকায়দায় পড়ে যায় আব্দুস সাত্তার। নিরুপায় হয়ে গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করেন মঙ্গলবার রাতে। বৈঠকে সিদ্ধান্ত হয় ‘অন্যের কৃষিজমির ক্ষতি করে পুকুর খনন করা যাবে না।’
অভিযুক্ত আব্দুস সাত্তার বলেন, আমার ভুল ছিল অন্যের জমির ক্ষতি করে নিজের জমিতে পুকুর খনন করা। সালিশ বৈঠকে দেওয়া গ্রামের লোকজনের সিদ্ধান্ত মেনে নিয়েছি।
স্থানীয় পরিবর্তন নামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের উপ-পরিচালক ও নারী নেত্রী রোখসানা খাতুন বলেন, অবৈধ পুকুর খনন তাড়াশে মহামারীতে রূপ নিয়েছে। গত এক দশক ধরে চলছে আইন অমান্য করে অন্যায় কাজ। পুকুর খননকারীদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ কত কর্মসূচি পালিত হয়েছে। শেষমেশ সব পুকুর খনন করা হয়ে গেছে ও যাচ্ছে। এই প্রথম ১টি অবৈধ পুকুর খনন স্থায়ীভাবে আটকাতে পেরেছেন জাকিয়া ও জান্নাতুল।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
থানা সূত্রে জানা গেছে, অবৈধ পুকুর খনন করার অপরাধে গত সোমবার সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাদী হয়ে তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামের শফি ও মিসকানসহ ১৮ জনের নামে মামলা করেছেন। মঙ্গলবার রাতেও নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম ও সাব্বির হোসেন নামে দুইজন অবৈধ পুকুর খননকারীকে আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা বলেন, আইন অমান্য করে অবৈধ পুকুর খনন করার চেষ্টা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। তিন ফসলি জমিতে একটি পুকুরও খনন করতে দেওয়া হবেনা।
সরেজমিনে দেখা যায়, গত কয়েক বছর থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ উপেক্ষা করে তিন ফসলি জমিতে গণহারে পুকুর খনন করা হচ্ছে অবাধে। এতে সবচেয়ে বেশী ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষকরা। যত্রতত্র অবৈধ পুকুর খনন করায় পানি নিষ্কাশনের ক্যানেলগুলো বন্ধ হয়ে বিস্তীর্ণ মাঠের জমিতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। বছরের পর বছর ধরে আবাদযোগ্য জমি অনাবাদী পড়ে থাকছে।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ (২০২৩ সনের ৩৬ নং আইন) ১৩ ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে ‘ যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন করেন অথবা জমির রেকর্ডীয় মালিকের বিনা অনুমতিতে জমিতে বালু বা মাটি দ্বারা ভরাট করেন, তাহলে তাহার অনুরূপ কার্য হবে একটি অপরাধ। তজ্জন্য তিনি অনধিক ২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। ১৯ ধারায় এই আইনের সব প্রকার অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। চাইলেই বিচারপ্রার্থীরা ভূমি অপরাধ সংক্রান্ত যেকোনো বিষয়ে এই আইনের অধীনে স্থানীয় এখতিয়ারভুক্ত থানাতেই মামলা দায়ের করতে পারবেন এবং সেক্ষেত্রে ওই থানার পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে আটক করতে পারবেন।
-ইত্তেফাক