1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

১৩ বন্দী নিয়ে শেরপুর জেলা কারাগার ফের চালু 

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : দীর্ঘ ৪ মাস বন্ধের পর ১৩ বন্দীকে নিয়ে ফের চালু হলো শেরপুর জেলা কারাগার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে আদালত থেকে পাওয়া ১৩ বন্দিকে নিয়ে সীমিত পরিসরে কারাগার সচল করার মাধ্যমে কারাগার কেন্দ্রীক নানা সমস্যা-সংকটের নিরসন হয়েছে। বৃহস্পতিবার রাতে নবাগত জেল সুপার মো. শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সুত্রে জানা গেছে, গেলো ৫ আগস্ট কয়েক হাজার দুর্বৃত্তদের হামলায় অকার্যকর হয়ে পড়ে জেলা কারাগার। পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয় প্রায় এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে। সংস্কার কাজ ইতোমধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনসহ দুটি প্রাক্কলনের কাজ এখনো বাকি রয়েছে। তবে শেরপুরের বন্দীদের জামালপুরে আনা-নেওয়াসহ নানা বাড়তি ঝামেলার বিষয়টি বিবেচনা করে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ না হলেও প্রাথমিক পর্যায়ে ও সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে। এখন থেকে নতুন বা পুরাতন মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের এ কারাগারেই রাখা হবে বলে জানান কারা কর্তৃপক্ষ। এছাড়া পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মামলার প্রতি ধার্য তারিখে জামালপুরে থাকা বন্দিদের শেরপুর কারাগারে আনা হবে। আর এরমধ্যে দিয়েই পূর্ণাঙ্গভাবে শুরু হবে কারাগারের কার্যক্রম।

এদিকে সীমিত পরিসরে কারাগার সচল করার আগে সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেছেন শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ। এসময় অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ওইদিন বিকেলেই দুর্বৃত্তরা শেরপুর জেলা কারাগারে হামলা চালায়। ওইসময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্তসহ নানা গুরুতর অভিযোগের মামলার প্রায় ৫১৮ কারাবন্দি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com