ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশের গাড়ি। পুলিশকে বহনকারী তিনটি গাড়ি ভক্তদের হামলার শিকার হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর নাগাদ এ বিষয়ে মামলা দায়ের হয়নি। ঘটনার সময় তাহেরী সটকে পড়েন।
বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে তাহেরী পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি।
এদিকে এর আগে, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে বাবুল মিয়া এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। গ্রেপ্তার করা হয় তিনজনকে।