1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু মাল্টার নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হন তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যা শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’ এক ট্রলারেই এলো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৮ জন কারাগারে ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনায় সরব হয় নেটিজেনরা।

এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখানে কেউই মারামারি করতে আসেনি উল্লেখ করে ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত গণমাধ্যমে বলেন, ‘বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে থেমে গেছে। আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি।’

এরপর তিনি বলেন, ‘দর্শকের কোনো অপরাধ আমি বলব না। কেউ যদি আমাকে ভালোবাসে, তা তো অন্যায় নয়। সেই ভালোবাসা থেকে তারা এসেছে। এরপর বসতে না পারায়, অনুষ্ঠান দেখতে না পারায়, তাদের খারাপ লেগেছে।’

তার কথায়, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের সো কলড কিছু মিডিয়া ইউটিউব, ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে, মনে হয়েছে এখানে হামলা হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি। আমার কাছে ন্যুইসেন্স মনে হয়নি। হুলুস্থুল হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনা শুরু করেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিলেও প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম খ্যাতি লাভ করেন এই শিল্পী।

‘ইত্যাদি’তে হানিফ সংকেত তার উপস্থাপনায় কেবল হাস্যরসকে প্রাধান্য দেন না। এর মাধ্যমে সমাজের নানা প্রচলিত অসঙ্গতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও নজর কাড়ে সবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com