কুড়িগ্রাম : অনেকটা অস্থির বিদ্যুৎ-গ্যাসের দাম। বাজারেও এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট। এ পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে রান্নায় চুলায় ফিরে এসেছে গোবরের তৈরি নাড়ু।
স্থানীয়রা জানান, ফুলবাড়ীতে এক সময় গ্যাস, বিদ্যুতের অপ্রতুলতার কারণে কাঠের লাকড়ির পাশাপাশি গোবরের নাড়ু ব্যবহৃত হতো রান্নার কাজে। কিন্তু পরিস্থিতি বদলে এই বদলে উন্নয়নের ছোঁয়া লাগে প্রত্যন্ত অঞ্চলে। উপজেলার অনেক ঘরেই পৌঁছে যায় বিদ্যুৎ, গ্যাস। সম্প্রতি সময়ে বিদ্যুৎ, গ্যাস, কাঠের লাকড়ির দাম বাড়তে থাকায় আবারও নারিকেলে নাড়ুর কদর বাড়ছে।
গ্রামীণ অঞ্চলের গৃহবধূদের কাছে রান্নার কাজে সাশ্রয়ী জ্বালানি হিসেবে ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে গরুর গোবরের প্রলেপ দেওয়া এই বিশেষ লাকড়ি। স্থানীয়দের কাছে এটি পরিচিত গোবরের নাড়ু হিসেবে। উপজেলাজুড়ে এখন চোখে পড়ছে বিশেষ এই জ্বালানি।
কুরুষা ফেরুষা এলাকার গৃহবধূ শাপলা রানী ও প্রতিমা রানী বলেন, এই জ্বালানি তৈরি করা যেমন সহজ, তেমনি জ্বলেও খুব ভালো। নিজেদের পালিত গরুর গোবর থেকে এই জ্বালানি তৈরি করা হয়। তিন-চার দিন শুকানোর পরে চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করি। এতে বাড়তি খরচ দরকার পড়ে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, গোবরের তৈরি জ্বালানির চাহিদা ব্যাপক জনপ্রিয়। অনেকের ধারণা গোবর জ্বালানি কাজে ব্যবহার হলে জৈব সারের সংকট তৈরি হতে পারে। তবে এতে জৈব সারের সংকটের প্রশ্নই আসে না। কারণ অন্যান্য উপাদান থেকেও জৈব সার তৈরি করা যায়।