সিলেট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে হবে না। যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জামায়াতের মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই এদেশের গর্বিত নাগরিক। তিনি প্রতিবেশী রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের পাকঘরে উঁকি মারবেন না। আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রিতির কথা বলেন, আপনাদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটির বলেন তাদের সঙ্গে কি আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতর ছবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ তা প্রমাণ করেছেন। সমস্ত রাজনৈতিক দল প্রমাণ দিয়েছে, আলেম উলামারা প্রমাণ দিয়েছেন।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে মিছিল এসে সম্মেলনে স্থল লোকে লোকারণ্য হয়, আয়োজকদের দাবি ৩০ হাজার মানুষ এ সম্মেলনে যোগ দিয়েছেন।
জেলা আমির শাহেদ আলীর সভাপতিত্বে ইয়ামির আলীর সঞ্চালনায় স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য স্বাধীনতার ৫৩ বছরে মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে এরকম কোনো সম্মেলন হয়নি, প্রথমবারের মতো খোলা মাঠে হাজারো কর্মী সমর্থকের অংশগ্রহণে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।