1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

শিগগিরই বাংলাদেশিদের জন্য চালু করা হচ্ছে আমিরাতের ভিসা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশসহ বেশ কিছু দেশের ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশের ভিসা কোনো রাজনৈতিক ইস্যুতে বন্ধ হয়নি। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমিরাতের ভিসা জটিলতা দূর হতে পারে।

এর আগে প্রবাসীরা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের বিষয়টি তার নজরে আনেন। ইউএই বাংলাদেশ কমিউনিটির এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধিত অতিথি মুশফিকুল ফজল আনসারী বলেন, একদলীয় শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ায় ছাত্রদের গণঅভ্যুত্থান পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশিরা আর কোনো ফ্যাসিস্টের উত্থান চায় না বলেও মন্তব্য করেন তিনি।

ফজল আনসারী বলেন, ‘আমি পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করি। ভারতের সঙ্গে আমাদের সমমর্যাদা ও সমতার সম্পর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার সেই চেষ্টা করছে। ভারত যদি বন্ধুত্বকে গুরুত্ব দেয় তাহলে আশ্রিত শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে হবে। বিচারের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।’

ড. ইউনূস প্রসঙ্গে আনসারী বলেন, তিনি এমন এক ব্যক্তি পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ আকাশচুম্বি। পৃথিবীর যেকোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি। বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। এদেশের সঙ্গে আমাদের যে সূদৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাতে কখনো চিড় ধরার সম্ভাবনা নেই। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন।

মামুনুর রশীদ ও শাহেদ আহমেদ রাসেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন রেজা খান, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, শিবলী আল সাদিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com