নালিতাবাড়ী (শেরপুর): ‘মধ্যমকুড়া সুতানাল পুকুরপাড় মজা পুকুর ভূমিহীন সমবায় সমিতি’ এর সদস্য বাবা কাঠমিস্ত্রী মোফাজ্জল হোসেন। তারই ছেলে আক্তার হোসেন ওই সমিতির সভাপতি। ভূমিহীনদের নিয়ে গঠিত ওই সমিতির সদস্যরা নানা পেশায় জড়িয়ে থাকার পাশাপাশি প্রায় ২৯ একর জায়গাজুড়ে সুতানাল দীঘি প্রতিবছর সরকারের কাছ থেকে লীজ গ্রহণ করে মাছ চাষের আয় থেকে জীবিকা নির্বাহ করেন। তবে অবাক করার বিষয় হলো, এ সমিতির সভাপতি আক্তার হোসেন বসবাস করেন প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মণাধীন ডুপ্লেক্স বাড়িতে। সুতানাল দীঘির কাছেই প্রায় ১২ কাঠা জমি ক্রয় করে ওই জমিতে গড়ে তুলছেন আলিশান এই বাড়ি। ফলে ভূমিহীন সমিতির সভাপতি কোটিপতি হওয়ায় যেমনি রয়েছে চাপা সমালোচনা, তেমনি অর্থের উৎস নিয়েও রয়েছে নানা বিতর্ক।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রাম। এ গ্রামে রয়েছে ঐতিহাসিক ‘সুতানাল দীঘি।’ রূপকথার মতো ভিন্ন গল্প রয়েছে দীঘিটি ঘিরে। তবে নতুনভাবে রূপকথার মতোই জীবনের গল্প বানিয়েছেন এখানকার বাসিন্দা আক্তার হোসেন।
একসময় মজা পুকুরে পরিণত হওয়া ঐতিহাসিক পুকুরপাড়ে বসবাসরত দরিদ্র ভূমিহীনেরা মিলে সরকারের কাছ থেকে লীজ নিয়ে গড়ে তোলেন ‘মধ্যমকুড়া সুতানাল পুকুরপাড় মজা পুকুর ভূমিহীন সমবায় সমিতি’। বর্তমানে ওই সমিতিতে সদস্য রয়েছেন ১১৮ জন। সবশেষ ২০২৩ সালে এ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন বর্তমানে রূপকথার মতো কোটিপতি বনে যাওয়া আক্তার হোসেন। বয়সে একেবারেই তরুণ আক্তার হোসেন অনেকটা কৈশরেই ২০০০ সালে জীবনের তাগিদে ঢাকায় পাড়ি জমান। সেখানে কর্মচারী হিসেবে থেকে ২০০৯ সালে খিলক্ষেত এলাকায় একটি পোল্ট্রির ব্যবসা শুরু করেন। শুরু হয় তার উত্থান। স্বচ্ছলতার মুখ দেখার পর প্রায় ৪ বছর আগে ফিরে আসেন গ্রামের বাড়ি। জমিজমা কিনে বনে যান একজন স্বচ্ছল কৃষকে। কিন্তু বিধিবাম। অজ্ঞাত কারণে কিছুদিনেই অর্থশুন্য হয়ে পড়েন আক্তার হোসেন। ফলে জমিজমা বিক্রি করে কিছুদিন অন্যের জমিতে শ্রমিকের কাজ করে আবারও ভাগ্যের চাকা ফেরাতে চলে যান খিলক্ষেত এলাকায়। শুরু করেন পোল্ট্রির ব্যবসা।
প্রাপ্ত তথ্যমতে, সেখানকার এক নেতার হাত ধরে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে। আবারও ঘুরতে থাকে তার ভাগ্যের চাকা। কিছুদিনের মাঝেই ২০২২ সালে গ্রামে ১২ কাঠা জমি কিনে শুরু করেন ডুপ্লেক্স বাড়ি নির্মাণের কাজ। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর অনেকটা গা ঢাকা দিতে আবারও ফিরে আসেন গ্রামের বাড়ি মধ্যমকুড়ায়। বর্তমানে ডুপ্লেক্স ওই বাড়ির নির্মাণকাজ শেষ পর্যায়ে। আক্তার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, এ বাড়ির নির্মাণ ব্যয় ৫০ লাখের মতো।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, এত কম সময়ে কোটিপতি হওয়ার পেছনে শুধু খিলক্ষেত এলাকার ব্যবসা নয়, রয়েছে ভিন্ন গল্প। আর ওই গল্পটি হচ্ছে অন্ধকার জগতের। স্থানীয়রা বলছেন, ইয়াবা ও জাল টাকার ব্যবসা করেন আক্তার হোসেন। নির্দিষ্ট কমিশনে ঢাকা থেকে জাল টাকা এনে নির্দিষ্ট এজেন্ট দিয়ে ওই টাকা মার্কেটে ছাড়েন তিনি। এছাড়াও তার বোন মুসলিমা পারভীন বুলি ও ভগ্নিপতি বুলবুলের মাধ্যমে গোপনে পরিচালনা করেন ইয়াবার ব্যবসা। এলাকা থেকে নিজস্ব পিকআপে পোল্ট্রি খিলক্ষেতের ব্যবসা প্রতিষ্ঠানে নেওয়ার সময় নিজস্ব ওই বাহনেই অবৈধ কারবার চলতো বলে জানিয়েছে সূত্রগুলো। মূলত এ উৎসই এত দ্রুত আক্তার হোসেনের কোটিপতি হয়ে ওঠার রূপকথার গল্প। তবে এলাকাবাসী এও বলছেন, সম্প্রতি বিষয়টি বেশ চাওর হওয়ায় ওইসব অবৈধ ব্যবসা বন্ধ রয়েছে আক্তার হোসেনের।
তবে আক্তার হোসেন এমন অভিযোগ পুরোই অস্বীকার করেছেন। সুতানাল দীঘির সভাপতি হওয়ায় নির্বাচনী প্রতিপক্ষ এবং ওই গ্রামে বাস্তবায়নাধীন প্যারাগন কোম্পানী গড়ে ওঠার প্রতিবাদ করায় তার পেছনে শত্রু লেগেছে বলে দাবী করেন তিনি। এছাড়াও আর্থিক অবস্থার পরিবর্তনে ঈর্শ্বান্বিত হয়ে কেউ কেউ তাকে ক্ষতিগ্রস্থ করতে উঠেপড়ে লেগেছে বলেও জানান তিনি।
আক্তার হোসেন জানান, খিলক্ষেত এলাকায় তার পোল্ট্রি ও কাঁচামাল মিলে মোট চারটি দোকান রয়েছে। সব খরচ বাদে ওই ব্যবসা থেকে তার মাসিক আয় প্রায় এক লাখের উপরে। এছাড়াও বিভিন্ন এনজিও ও ব্যক্তি থেকে ঋণ নিয়ে তিনি তিন বছর যাবত ধীরে ধীরে স্বপ্নের এ বাড়ি করছেন বলেও জানান। এ বাড়ি নির্মাণে এ পর্যন্ত ৫০ লাখ টাকার মতো ব্যয় হয়েছে বলে জানান আক্তার হোসেন। তবে এরমধ্যে প্রায় ২০ লাখ টাকা ঋণের মাধ্যমে সংগ্রহের কথাও জানান তিনি। যখন ঋণ শেষ হয় পুনরায় ঋণ নিয়ে বাড়ির কাজ শুর করেন তিনি। টাকা ফুরিয়ে এলে বন্ধ তাকে বাড়ির কাজ।
তার বাবা মোফাজ্জল হোসেন জানান, তাদের কিছু জমিজমা আছে। নিজে কাঠমিস্ত্রীর কাজ ছাড়াও করেন ফার্ণিচারের ছোট ব্যবসা। ফলে ছেলে আক্তার হোসেনের টাকার উৎস নিয়ে যে বিতর্ক ওঠেছে, তা নিতান্তই ঈর্শ্বান্বিত হয়ে কেউ কেউ করছেন বলে দাবী করেন। একই দাবী তার পরিবারের অন্য সদস্যদেরও।
অবশ্য এ বিষয়ে পুলিশ জ্ঞাত নন বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম। তবে তার আয়ের উৎসে পুলিশি নজরদারি করা হবে জানান তিনি।