দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লংমার্চে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৮ জন। সমাবেশ শেষে শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে লংমার্চে অংশ নেওয়া আন্দোলনকারীরা সমাবেশ করেন।
আর এই হামলার ঘটনার প্রতিবাদে রবিবার (১৮ অক্টোবর) সকালে পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা করেন বাংলাদেশ যুব শক্তি। বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন , যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ চৌধুরী,জামাল উদ্দিন রাসেল,মুন্সী মোখলেছ উদ্দিন আশিক, মারুফ সরকার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আল-আমিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন , ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় লংমার্চে সন্ত্রাসী হামলা ন্যক্কারজনক। মানুষের সভা-সমাবেশের অধিকার হরণ করে, হামলা-মামলা করে শাসকগোষ্টি দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তারই যৌক্তিকতা প্রমাণ করেছে হামলাকারীরা।তাই আমরা এই ঘটনার সুস্থ নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
– প্রেস বিজ্ঞপ্তি