নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একজনকে এক মাসের জেল, শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার ও ২০টি স্থাপনা ধ্বংস করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের মধ্যবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া ভোগাই নদীর রাজাখালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
সূত্র জানায়, গত কয়েক মাস যাবত ভোগাই নদীর জামিরাকান্দা রাবারড্যাম এর ভাটি অংশের রাজাখালপাড় এলাকায় চকযোগানিয়া ও উত্তর কোন্নগরের দুই তীরে অন্তত ১৫টি শ্যালুচালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতৃস্থানীয় অনেকে এখানে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চালিয়ে আসছিলেন। এতে করে নদীর তীর ভেঙে নাব্যতা ধ্বংস হওয়া ছাড়াও কাঁচা-পাকা রাস্তা-ঘাট নষ্ট হচ্ছিল। বিকট শব্দে অতীষ্ঠ হয়ে উঠেছিলেন আশপাশে বসবাসকারীরা। বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে উপজেলা প্রশাসন সোমবার ওই স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলনে জড়িত মরিচপুরান মৌলভীপাড়ার শাহিন মিয়া (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার ও বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি স্থাপনা ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।