1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

গঠনের দুই মাস না পেরুতেই শেরপুর জেলা বিএনপি’র কমিটি স্থগিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

শেরপুর : তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের দুই মাস না পেরুতেই ওই কমিটি পূর্ণাঙ্গ করার পরিবর্তে স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। শুধু তাই নয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালাতেও নিষেধ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হয়। এতে করে শেরপুর জেলা বিএনপি’র সাংগঠনিক কাঠামো আপাতত বিলুপ্ত কর হয়েছে।

এর আগে গত বছরের ৩ নভেম্বর রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। যা ৪ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। আংশিক গঠিত ওই আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত করা হয় জেলা বিএনপি’র বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হযরত আলীকে। এছাড়াও জেলা বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে যুগ্ম-আহবায়ক এবং জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে সদস্য সচিব করা হয়। নভেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন ছাড়াও একই মাসের মধ্যে জেলার অন্যান্য উপজেলা কমিটিগুলোও পর্যায়ক্রমে গঠন করার করার কথা ছিল।

দলীয় সূত্র জানায়, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনে পরপর দুইবার সংসদ নির্বাচিত মাহমুদুল হক রুবেলকে জেলা বিএনপি’র সভাপতি করার পর থেকে জেলা বিএনপিতে নতুন করে প্রাণ ফিরে। ওই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন হযরত আলী। ২০১৬ সালে গঠিত ওই কমিটি ২০২৪ সালের ৩ নভেম্বর বিলুপ্ত করে হযরত আলীকে আহবায়ক করে জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়। বাদ পড়েন সর্বজনগৃহীত নেতা মাহমুদুল হক রুবেল। এরপর থেকেই জেলাজুড়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের মাঝে রাজনৈতিক সংকট তৈরি হয়। নানা বিতর্ক ওঠে নতুন কমিটিকে ঘিরে। এর মাঝেই হযরত আলী দলকে সংগঠিত করতে চেষ্টা চালিয়ে যান। এমতাবস্থায় নতুন বছরের শুরুতেই ২ জানুয়ারি নবগঠিত ওই আহবায়ক কমিটি স্থগিত করা হয়।

এদিকে দুই মাস না পেরুতেই আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে, এমন খবরে জেলা শহরে মিষ্টি বিতরণ চলে নেতাকর্মীদের মাঝে। জেলার অন্যান্য উপজেলাতেও অধিকাংশ নেতাকর্মী উচ্ছ¡াস প্রকাশ করেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন, মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে যে কমিটি করা হয়েছিল ওই কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন ছিল সাধারণ মানুষের মাঝে। জেলায় বিএনপির নেতৃত্ব দিতে গেলে মাহমুদুল হক রুবেলের বিকল্প এখনো হয়নি বলেও মন্তব্য করেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com