1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার এক

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি গ্রাম খলচান্দা কোচপল্লীতে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকা মূল্যের ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা পুলিশ। একই সাথে ভারত থেকে মদ পাচারে জড়িত ওয়াসিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওয়াসিম একই উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আজ রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে খলচান্দা কোচপল্লী ‘আলোর ঘর’ স্কুলের সামনে থেকে মাদকের এ চালান জব্দ ও কারবারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদ আসে যে, খলচান্দা কোচপল্লী হয়ে ভারত থেকে চোরাই পথে মাকদের চালান আসবে। পরে রাতেই ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। রোববার ভোর সাড়ে চারটার দিকে চোরাচালানের একটি সিন্ডিকেট কার্টনভর্তি ‘ওলড মনক’ ব্র্যান্ডের ১৮০ এমএল ৬০২ বোতল ও একই ব্র্যান্ডের ৩৭৫ এমএল ৪৮ বোতল মদ নিয়ে আসছিল। এসময় তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বস্তাভর্তি মদের কার্টন ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ওয়াসিম নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ওয়াসিমসহ জড়িত অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গ্রেফতারকৃতকে দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com