1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ১৮ শিক্ষার্থী

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

পাবনা : পাবনার ঈশ্বরদীতে নবনির্মিত মসজিদে ৪০ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ১৮ শিক্ষার্থী। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁশেরবাদা গ্রামে এসব উপহারের বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন মসজিদ নির্মাতা আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, বাঁশেরবাদা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিপ্লব নিজ এলাকায় বায়তুল্লাহ নুর জামে মসজিদ নামে একটি নতুন মসজিদ নির্মাণ করেন। নির্মাণকাজ শেষে তিনি ঘোষণা দেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা একাধারে ৪০ দিন জামাতের সঙ্গে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে একটি করে বাইসাইকেল উপহার দেয়া হবে। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়তুল্লাহ নুর জামে মসজিদে ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করা শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। এটি খুবই ভাল উদ্যোগ। একজন ইমামেরও দীর্ঘ ৪০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো অনেক সময় সম্ভব হয় না। কিন্তু শিশু শিক্ষার্থীরা একাধারে ৪০ দিন মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। এটি ইতিবাচক ও প্রশংসনীয়। তারা এই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করেন বক্তারা।

আয়োজক আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিপ্লব জানান, আমাদের দেশের শিশু কিশোররা পথভ্রষ্ট হয়ে বিপথে চলে যায়। শিশু কিশোরদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ। অন্তত ১৮ জন শিশু শিক্ষার্থী নামাজ পড়তে উৎসাহিত হয়েছে। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com