1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

ইরানে এক বছরে অন্তত ৯০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ইরানে ৯০০-এর বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসের এক সপ্তাহেই প্রায় ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া নারীদের মৃত্যুদণ্ডের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক মঙ্গলবার এসব তথ্য জানান।

ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য সংগঠন বলছে, চীনের পর ইরানই প্রতিবছর সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের মৃত্যুদণ্ডের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।

অ্যাক্টিভিস্টরা ইরানে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনাধীন সরকার ২০২২-২৩ সালে দেশব্যাপী বিক্ষোভের পর সমাজে ভীতি ছড়ানোর অস্ত্র হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত বছরের বেশির ভাগ মৃত্যুদণ্ডই মাদকসংশ্লিষ্ট অপরাধে কার্যকর করা হয়েছে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, ২০২৪ সালে অন্তত ৩১ জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তুর্ক বলেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি। এটি জীবনের মৌলিক অধিকারের সঙ্গে অসংগত এবং এতে নিরপরাধ ব্যক্তিদের মৃত্যুদণ্ডের ঝুঁকি বাড়ে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ইরানি কর্তৃপক্ষের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড স্থগিত করার ও মৃত্যুদণ্ড বিলুপ্তির লক্ষ্যে একটি স্থগিতাদেশ জারি করার আহ্বান জানান।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com